একটি পিটিশনটা খোলা হয়েছে White House-এর অফিশিয়াল পেইজে। এটায় ২৫ হাজার
স্বাক্ষর বা ভোট পড়লে কোনো একজন কর্মচারী এটা নিয়ে বক্তব্য দেবেন। যদি ১
লক্ষ স্বাক্ষর পড়ে তাহলে স্বয়ং প্রেসিডেন্ট ওবামা এটা নিয়ে আনুষ্ঠানিক
বার্তা দেবেন। এটা হয়তো অনেকেই এতক্ষণে জেনে গিয়েছেন এবং অনেকে ভোট করেছেন।
https://petitions.whitehouse.gov/response/message-president-obama-about-your-petition-reducing-gun-violence
http://en.wikipedia.org/wiki/Whitehouse.gov
ভোট করতে প্রথমে নিচের লিঙ্কে যান,
https://petitions.whitehouse.gov/petition/express-solidarity-protesters-bangladesh-who-are-seeking-justice-war-crimes-1971/mXK56Q8v
১. উপরের মত একটা পেজ আসবে। "Create Account" ক্লিক করুন।
২. উপরের মত একটি ফর্ম আসবে। ইমেইল বাদে সব গুলো স্বাভাবিক ভাবে ফিল আপ করুন। ইমেইল বক্সে যে কোন একটি নাম লিখুন(আপনার ইচ্ছা মত) এর শেষে @yopmail.com যোগ করে বক্সে বসান। ধরা যাক আপনার পছন্দের নাম "rakib03". সুতরাং বক্সে বসাবেন rakib03@yopmail.com। এরপর "Create an Account" ক্লিক করুন।
৩. উপরের মত একটি ম্যাসেজ আসবে।
এইবার নিচের লিঙ্কে যান,
http://www.yopmail.com
৪. উপরের মত একটা পেজ আসবে। বাম পাশের বক্সে, যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেটা লিখুন। যেমন এখানে "rakib03" দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। "Check Inbox" ক্লিক করুন।
৫. উপরের মত একটা পেজ আসবে। চিত্রের মত দেখানো ডান পাশের লিংকটি সাবধানে কপি করুন।
৬. কপিকৃত লিংকটি আপনার ব্রাউজারের এড্রেস বার এ পেস্ট করুন এবং এন্টার চাপুন।
৭. উপরের মত একটা পেজ আসবে, "SIGN THIS PETITION" বাটনটি ক্লিক করুন।
৮. হয়ে গেল একটি সাইন বা ভোট।
৯. এবার লগ আউট করে নতুন করে একই পদ্ধতি অনুসরন করে একাধিক ভোট করুন।
আবারো বলে দেই এটায় ২৫ হাজার স্বাক্ষর বা ভোট পড়লে কোনো একজন কর্মচারী এটা নিয়ে বক্তব্য দেবেন। যদি ১ লক্ষ স্বাক্ষর পড়ে তাহলে স্বয়ং প্রেসিডেন্ট ওবামা এটা নিয়ে আনুষ্ঠানিক বার্তা দেবেন।
আমরা ১৬ কোটির পরিবার মাত্র ১ লক্ষ স্বাক্ষর যোগাড় করে শাহবাগকেও অবশেষে বিশ্বমানচিত্রে নিয়ে আসতে পারি।
আমি আপনাদের বিস্তারিত দেখাবো কিভাবে ভোট বা সাক্ষর প্রদান করতে হয় একজন কিভাবে একাধিক ভোট প্রদান করা যায়। অনেকে মনে করছেন এটি একটি স্ক্যাম, বাট এটি কোন স্ক্যাম নয়, গুগল এ সার্চ দিয়ে দেখতে পারেন। অথবা নিচের লিঙ্কটি চেক করে দেখুন,https://petitions.whitehouse.gov/response/message-president-obama-about-your-petition-reducing-gun-violence
http://en.wikipedia.org/wiki/Whitehouse.gov
ভোট করতে প্রথমে নিচের লিঙ্কে যান,
https://petitions.whitehouse.gov/petition/express-solidarity-protesters-bangladesh-who-are-seeking-justice-war-crimes-1971/mXK56Q8v
১. উপরের মত একটা পেজ আসবে। "Create Account" ক্লিক করুন।
২. উপরের মত একটি ফর্ম আসবে। ইমেইল বাদে সব গুলো স্বাভাবিক ভাবে ফিল আপ করুন। ইমেইল বক্সে যে কোন একটি নাম লিখুন(আপনার ইচ্ছা মত) এর শেষে @yopmail.com যোগ করে বক্সে বসান। ধরা যাক আপনার পছন্দের নাম "rakib03". সুতরাং বক্সে বসাবেন rakib03@yopmail.com। এরপর "Create an Account" ক্লিক করুন।
৩. উপরের মত একটি ম্যাসেজ আসবে।
এইবার নিচের লিঙ্কে যান,
http://www.yopmail.com
৪. উপরের মত একটা পেজ আসবে। বাম পাশের বক্সে, যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেটা লিখুন। যেমন এখানে "rakib03" দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। "Check Inbox" ক্লিক করুন।
৫. উপরের মত একটা পেজ আসবে। চিত্রের মত দেখানো ডান পাশের লিংকটি সাবধানে কপি করুন।
৬. কপিকৃত লিংকটি আপনার ব্রাউজারের এড্রেস বার এ পেস্ট করুন এবং এন্টার চাপুন।
৭. উপরের মত একটা পেজ আসবে, "SIGN THIS PETITION" বাটনটি ক্লিক করুন।
৮. হয়ে গেল একটি সাইন বা ভোট।
৯. এবার লগ আউট করে নতুন করে একই পদ্ধতি অনুসরন করে একাধিক ভোট করুন।
আবারো বলে দেই এটায় ২৫ হাজার স্বাক্ষর বা ভোট পড়লে কোনো একজন কর্মচারী এটা নিয়ে বক্তব্য দেবেন। যদি ১ লক্ষ স্বাক্ষর পড়ে তাহলে স্বয়ং প্রেসিডেন্ট ওবামা এটা নিয়ে আনুষ্ঠানিক বার্তা দেবেন।
Blogger Comment
Facebook Comment