বাংলাদেশের সকল পোষ্ট অফিসের পোষ্ট কোড (POSTAL CODE/ZIP CODE) জেনে নিন আপনার গ্রাম, উপজেলা, জেলার সবগুলো।

আসসালামুআলাইকোম।
আমরা সকলেই জানি বর্তমানে পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি আদান-প্রদান খুব কম, হাতে গুনা দুই-একটি চিঠি পোষ্ট অফিসের মাধ্যমে চিঠি আদান-প্রদান হয়ে থাকে। আধুনিকতার ছুঁয়ায় আমরা এখন SMS (Short Mail Service), MMS (Multimedia Mail Service), Email (Electronic Mail Service) ব্যবহার করি, যার মধ্যে  Email (Electronic Mail Service) টিই বেশি জনপ্রিয়, আধুনিক, সহজ, দ্রুত গতি এবং এটিই আমরা সকলেই ব্যবহার করি।
এবার কথা হলো “এই আধুনিক ডিজিটাল যুগে এনালগ পোষ্ট অফিসের পোষ্ট কোড কি কাজেই বা আসবে?”
হ্যা অনেক কাজে লাগতে পারে। যেমন: বিভিন্ন লার্নিং এন্ড আর্নিং ওয়েব সাইট-এ অ্যাকাউন্ট তৈরীর ক্ষেত্রে Postal Code/Zip Code । এছাড়াও গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করার সময় Postal Code/Zip Code প্রয়োজন হয়, এক কথায় প্রায় সকল প্রকার উচ্চ মানের ওয়েবসাইটে কাজ করার সময় এই Postal Code/Zip Code এর প্রয়োজন হয়।
যদি কোন ওয়েবসাইটে Postal Code না চেয়ে Zip Code চায় তাহলেও আপনার পোষ্ট অফিসের পোষ্ট কোড দিলেই চলবে।
[ডেলিভারি পোস্ট অফিস সাজানোর দক্ষতার ডাক প্রবন্ধ বিলি পোস্ট কোড নিয়োগ করা হয়. পোস্ট কোড পোস্টাল সিস্টেম এবং জনসংখ্যার ভৌগলিক বন্টন ভিত্তিতে নিয়োগ করা হয়. পোস্ট কোড উদ্দেশ্য নিকটতম সময়ে নিবন্ধ প্রদান করা হয়]
  এক নজরে পোস্ট কোড তালিকা দেখতে/ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন (PDF)

or Download All

(copy)

Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment