বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ভোট দিয়ে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হতে সাহায্য করুন।



প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে আশা করি সকলের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই।
আজকের টিউনটি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।ভাবিনি এমন টিউনটি করবার ভাগ্য বাংলাদেশের একজন লিখকের হবে।
আপনি যদি আমার মতন ক্রিকেট পাগল একজন হন তবে আপনি এই টিউন টি ফলো করবেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সোনালি একটা বছর২০১৫।কিনা করেছে এই বছরে বাংলাদেশ।আপনি যদি এই গ্রাফের দিকে তাকান তবে বুজবেন।
ভার্সনম্যাচজয়পরাজয় ড্র
টেস্ট
ওডিআই১৮১৩-
টি২০-

কি ভাবছেন জি এটা আমাদের দামাল ছেলেদের অর্জন যারা আমাদের শত কষ্টের মাঝে মুখে এক  চিলতে হাসি :-) 😎 এনে দেয় তাদেরই অর্জনের সালতামামী।
সব কিছু যেমন মুখে বলা যায় না তেমন কিছু রেকর্ড  করছে আসুন একনজরে দেখে নেই।
  • টেস্টে এ বছর বাংলাদেশ সব ছাইতে বেশি মাতছ ড্র করেছে।
  • তামিম ইমরুলের ওপেনিং জুটির ৩১২ রান যা বিশ্ব রেকর্ড ২য় ইনিংসে এখন পর্যন্ত।
  • বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া এর জয়ের(৮৩.৩) হারের পর বাংলাদেশের জয়ের (৭২.২)হার।
  • বাংলাদেশের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা।
  • মুস্তাফিজ একমাত্র বোলার যে অভিষেকে ১১ উইকেট পেয়েছেন।
  • মুস্তাফিজ একমাত্র বোলার যে অভিষেকের পর পরপর ২ মাতছ ম্যান অফ দা ম্যাচ হইছেন।
  • হোম সিরিজ এ পরপর ৪ টি সিরিজ জয়।
কেন এত কথা বললাম জানেন আমাদের আই দামাল ছেলেদের আজকে বিশের বিভিন্ন দেশের ক্রিকেট বোদ্ধারা সুনাম ও পত্র পত্রিকায়  রিপোর্ট করছে।
ক্রিকেটের শীর্ষস্থানীয় ওয়েবসাইট ক্রিকইনফো।ক্রিকইনফো বর্ষসেরা কিছু পারফরমেঞ্চের ভিত্তিতে অ্যাওয়ার্ড দিয়ে থাকে।বাংলাদেশের পাঁচ ক্রিকেটার ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন এবার নছে তাদের নাম ও বিভাগ গুলি বলছি একবার দেখে নিন
  1. সেরা অধিনায়কঃ মাশারফি বিন মুর্তজা।
  2. সেরা টেস্ট ব্যাটিংঃ তামিম ইকবাল।
  • সেরা ওডিআই ব্যাটিংঃ মাহমুদউল্লাহ রিয়াদ।
  1. সেরা ওডিআই বোলইংঃ মুস্তাফিজুর রাহমান ও রুবেল হোসেন।
  2. বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ঃ  মুস্তাফিজুর রাহমান।
১ থেকে ৪ নাম্বার বিভাগগুলোর মনোনয়ন তালিকা থেকে বিজয়ী নির্ধারণ করবেন বিচারকেরা।৫ নাম্বার  বিভাগের জন্য  সাধারণ মানুষ  শুধু বর্ষসেরা উদীয়মান বিভাগে ভোট দিতে পারবেন এর জন্য ক্রিকইনফোর সাইটে গিয়ে ভোট দিতে হবে।
আমি আশা করছি আমরা সবাই মুস্তাফিজ কে ভোট দিবো জাতে সে বর্ষসেরা উদীয়মান  খেলোয়াড় হতে পারে। চলুন ভোট কি ভাবে দিবেন টা নিয়ে আলোচনা করি।
আপনি প্রথমে এই লিংকে যাবেন

আপনার সামনে এমন একটি পেজ আসবে।
এবার যাকে ভোট দিবেন তার ছবিতে মাউস দিইয়ে চাপ দিন।নিচের চিত্রের মতন হবে চাপ সঠিক ভাবে দেয়া হলে।
এবার আপনি এই পেজের শেষে যাবেন স্ক্রল করে আপনার সামনে এমন একটা বক্স দেখবেন।আপনি বক্স এ নিজের নাম লিখবেন পাসের বক্স এ আপনার মেইল আইডি দিবেন।এবার ভোট নাউ বাটন চাপুন।নিচের ছবিটির হেল্প নিতে পারেন।
আপনার ভোট সফলভাবে গৃহীত হলে আপনাকে এই পেজে নিয়ে আসবে।




আজকের টিউন টা যদি কার বুজতে কষ্ট হয় তবে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমি আশা করছি আমার মতন সকলে মুস্তাফিজ কে ভোট দিয়ে বর্ষসেরা উদীয়মান খেলয়ার হতে সাহায্য করবেন।
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।

Source:techtunes
Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment