ভিআইপিবি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের আইপিও আবেদন জমার সময়সীমা বৃদ্ধির অনুমতি দিয়েছে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বর্ধিত সময় অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে। এছাড়া প্রবাসী বিনিয়োগকারীদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন পৌঁছানোর সুযোগ থাকবে। ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের ৫০০টি শেয়ারের প্রতি লটের জন্য আবেদনপত্রের সঙ্গে ৫ হাজার টাকা জমা দিতে হবে।
ভিআইপিবি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মোট আকার ৫০ কোটি টাকা। এরমধ্যে স্পন্সর প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১০ কোটি টাকা দিয়েছে। ১০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। বাকি ৩০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। এই ফান্ডের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ভিআইপিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
গত ৫ অক্টোবর ১০ বছর মেয়াদী এই মিউচ্যুয়াল ফান্ডের চূড়ান্ত অনুমোদন দেয় সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সূত্র: শেয়ারনিউজ২৪.কম, ডিসেম্বর ১৯, ২০১১
Blogger Comment
Facebook Comment