University Selection For Undergrad & Grad





বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেকশন অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাকে অবশ্যই খুজে নিতে হবে এমন কিছু ইউনিভার্সিটি যা আপনার প্রোফাইল অনুযায়ী পারফেক্টলি ম্যাচ হয়। বিষয়টিকে আমরা অনেকটা বিয়ের সময় পাত্র/পাত্রী যেভাবে পছন্দ করি সেভাবে চিন্তা করতে পারি। আমরা বিয়ের সময় এমন একজন পাত্র/পাত্রী খুজে বের করার চেষ্টা করি যার সাথে আমাদের সর্বোচ্চ মিল পাওয়া যায়; যেমনঃ পারিবারিক অবস্থা, মানুষিকতা স্বভাব, কিংবা এমন কোন একজন যার সাথে আমরা জীবনের অনেক বড় একটা সময় স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবো
ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রেও আমাদের ঠিক এভাবেই চিন্তা করে এমন কিছু ইউনিভার্সিটি খুজে বের করতে হবে যার সাথে আমাদের প্রোফাইল সর্বোচ্চ পরিমান ম্যাচ হয়। কেননা আমরা একটা ইউনিভার্সিটিতে কেবল কয়েকটা দিনের জন্য যাচ্ছি না,বরং জীবনের অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বছর সেখানে কাটাতে যাচ্ছি। তাই ইউনিভার্সিটি সিলেকশনের সময় আমাদের সবচেয়ে বেশি পরিমান সতর্ক থাকা উচিত এবং সর্বোচ্চ পরিমান ম্যাচিং ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা উচিত

তানাহলে বিদেশের মাটিতে যেয়ে মনে হবে, হায়রে কোন জনমের ভুলের মাশুল দিতে হচ্ছে এখানে এসে, ছোটবেলায় যেই নরকের কথা শুনেছিলাম তা হয়তো এখানেই অবস্থিত! বুঝলি না মোন, বুঝলি না!
আসলেই তখন আর কিছু বোঝার কিংবা করার থাকবে না

এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, ভাই USA তে তো ৪৮০০+ ইউনিভার্সিটি আছে। পাত্র/পাত্রী খোঁজার সময়তো জীবনেও এতো পাত্র/পাত্রী দেখতে হয় না। তাহলে ক্যামনে কি? এতগুলো ইউনিভার্সিটির ভেতরে আমার জন্য পারফেক্ট ম্যাচিং ইউনিভার্সিটিটি কিভাবে খুজে বের করবো? ইহা তো বেসম্ভব!

উত্তর হল - না ভাই, ডিকশনারিতে বেসম্ভব বলতে কোন শব্দ নাই। এক্ষেত্রে আমরা ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে চিন্তা করবো, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের বেস্ট ম্যাচিং ইউনিভার্সিটি গুলো

আসুন এখনি দেখে নেই সেই ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি কি

) Accreditation: বিভিন্ন প্রোফেশনাল অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃতি পাওয়াকে কিংবা authorized হওয়াকে বলা হয় accreditation. আপনি যখন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানটি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন তা accredited ইন্সটিটিউশন কিনা। যদি প্রতিষ্ঠানটি accredited না হয় তবে সেই প্রতিষ্ঠান থেকে আপনি যে ডিগ্রী অর্জন করবেন তার কোন ভ্যালুই থাকবে না! অর্থা,এতো কষ্ট করে একটা ডিগ্রী অর্জন করার পর তার ভ্যালু হবে 00 (ডাবল জিরো)! তাই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে প্রতিষ্ঠানটি সিলেক্ট করতে চাচ্ছেন তা accredited ইন্সটিটিউশন কিনা। কোন কোন ইন্সটিটিউশন accredited তা আপনি http://www.chea.org/search/default.asp এই লিঙ্কে যেয়ে সার্চ করে দেখে নিতে পারবেন

) আপনার বাজেট: আপনি যদি আন্ডারগ্রাজ্যুয়েট লেভেলে কিংবা স্কলারশিপ ছাড়া নিজের টাকায় কোনো প্রোগ্রামে পড়তে যান তাহলে আপনি হিসেব করে দেখুন যে আপনি এর জন্য কত টাকা খরচ করতে পারবেন। অবশ্যই আপনার পারিবারিক অবস্থার কিংবা আপনার কতটুকু ক্ষমতা আছে তার উপর গুরুত্ব দিবেন। কখনোই এই বিষয়টি আল্লাহ্ ওয়াস্তে ছেড়ে দিবেন না যে আল্লাহ্ ওয়াস্তে এখন কোন ভাবে চলে যাই পরে কোন না কোন ভাবে টাকার ব্যাবস্থা হয়েই যাবে। এই কাজ কখনোই করবেন না। প্রকৃতভাবে হিসেব করে দেখুন আসলেই আপনি কত টাকা খরচ করতে পারবেন

) প্রতিষ্ঠানের টিউশন ফীঃ আপনি যে প্রতিষ্ঠানে যেতে চান সে প্রতিষ্ঠানের টিউশন ফী কত তা ভালো ভাবে জেনে নিন। স্বাভাবিকভাবেই এখন যদি আপনার বাজেটের সাথে আপনার সিলেক্ট করা প্রতিষ্ঠানটির টিউশন ফী মিলে যায় তাহলেইতো লাফ দিয়ে বলবেন ইয়াহু! পেয়ে গেছি আমার সাধ্যের ভেতর ইউনিভার্সিটি! কিন্তু না; এখনো আপনি পান নি। কেননা আপনি শুধু সেই ইউনিভার্সিটির ফী দেখেছেন কিন্তু সেই ইউনিভার্সিটির এরিয়াতে আপনার বসবাস করতে কত খরচ পরবে তা আপনি দেখেননি। তাই এই হিসেবটি করবেন এভাবে- প্রতিষ্ঠানের ফী+ এরিয়াতে আপনার বসবাস করতে কত খরচ পরবে তা এখন যদি এই খরচ আপনার বাজেটের সাথে মিলে তাহলে আপনি একটা হাসি দিতেই পারেন

) খরচ কম এরকম স্টেট গুলোর ইউনিভার্সিটি চয়েজ করাঃ USA এর সব স্টেটে খরচ একরকম না। কিছু স্টেট আছে যা অনেক বেশি ব্যায়বহুল, কিছু আছে যা অনেক কম ব্যায়বহুল আবার কিছু আছে যা মোটামুটি রকমের ব্যায়বহুল। এখন আপনাকে দেখতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন সেই স্টেটের ব্যায়বহুলতা কিরকম। ইউনিভার্সিটিটি কি Urban এরিয়াতে নাকি Rural এরিয়াতে। একজন স্টুডেন্টের সেখানে থাকা-খাওয়া, যাতায়াত ভাড়া আনুষাংঙ্গিক খরচ মিলিয়ে টোটাল কত খরচ পরবে। যদি এমন হয় যে আপনি California স্টেটের কোন ইউনিভার্সিটি চয়েজ করলেন; তো হতে পারে California তে আপনার থাকতে খরচ হবে 20000$ কিন্তু আপনি যদি Texas এর কোন ইউনিভার্সিটি চয়েজ করেন সেখাত্রে Texas আপনার থাকতে খরচ পরবে হয়তো 6000$. তাই ব্যায়বহুলতার ভিত্তিতে ইউনিভার্সিটি এবং স্টেট চয়েজ করতে হবে

) মেজর/সাবজেক্ট নিশ্চিত করাঃ আপনি যদি HSC এর পর আন্ডারগ্রাজ্যুয়েট লেভেলে পড়তে যেতে চান সেক্ষেত্রে আপনি কোন মেজর/সাবজেক্টে পড়তে চান তা নিশ্চিত করুন। বিষয়টি যেন সেই ছোটবেলার মতো না হয় যে, আমি পাইলট হব! না আমি ডাক্তার হব! না আমি ইঞ্জিনিয়ার হব! এক্ষেত্রে আপনি এমন মেজর চয়েজ করুন যেই মেজরে আপনার মোন থেকে ভালোবাসা আছে কিংবা ইন্টারেস্ট আছে। এখন বিষয়টি যদি এরকম হয় যে, আমি aeronautical engineering পড়ব। কেন পরবেন? কারন আমি এটা পছন্দ করি। কেন পছন্দ করেন? কারন আমি এটা ভালোবাসি। কেন ভালোবাসেন? আরে ভাই কারন এটা আমার ভালো লাগে...মানে ভালো লাগে ব্যাস! বি লজিক্যাল ম্যান! এমন একটি মেজর চয়েজ করুন যে মেজরে আসলেই আপনার ইন্টারেস্ট আছে এবং যে মেজর গুলোতে বর্তমানে প্রচুর ফান্ডিং পাওয়া যাচ্ছে। যেমন ধরুনঃ STEM! S=Science, T=Technology, E=Engineering, M=Mathematics এই মেজরগুলোতে বর্তমানে বেশ ভালো ফান্ডডিং পাওয়া যায়

) Big Vs Small Universities: এখানে Big এবং Small মানে আয়তনে বড়-ছোট কিংবা বিখ্যাত-অখ্যাত বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে বেশি স্টুডেন্ট সম্বলিত ইউনিভার্সিটি নাকি কম স্টুডেন্ট সম্বলিত ইউনিভার্সিটি। বেশি স্টুডেন্ট সম্বলিত ইউনিভার্সিটির বৈশিষ্ট্য হল-এখানে স্টুডেন্ট বেশি তাই নেটওয়ার্কিং এর সুযোগ বেশি, ক্লাস গুলোতে স্টুডেন্ট বেশি তাই হয়তো আপনি সবকিছু বুঝে উঠতে নাও পারেন,যদি আপনি মিশুক/খোলা মেলা মাইন্ডের না হন তাহলে হয়তো সবার সাথে নাও মিশতে পারেন, প্রোফেসরদের দৃষ্টিতে হয়তো নাও পড়তে পারেন ইত্যাদি ইত্যাদি। তেমনি কম স্টুডেন্ট সম্বলিত ইউনিভার্সিটির বৈশিষ্ট্য হল-এখানে স্টুডেন্ট কম তাই নেটওয়ার্কিং কম হয়, ক্লাসে স্টুডেন্ট কম থাকে তাই আপনি আপনার প্রবলেমগুলো ক্লাসেই সলভ করে নিতে পারবেন, স্টুডেন্ট কম তাই সবার সাথেই মোটামুটি পরিচয় রাখতে পারবেন, প্রোফেসরদের দৃষ্টিতে থাকতে পারবেন ইত্যাদি ইত্যাদি

) ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সমাগম বেশি এরকম ইউনিভার্সিটি সিলেক্ট করাঃ আপনি USA তে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে থাকবেন। সেখানে হয়তো আপনার পরিচিত কিংবা আত্মীয় কেউই থাকবে না। তাই সেখানে প্রতিটা ক্ষেত্রে আপনার কেয়ার নিবে সেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বোর্ড। একেবারে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা থেকে শুরু করে আপনার সকল প্রকার সমস্যা, সুবিধা-অসুবিধা সবকিছু তারাই দেখবে। তাই সেখানে তারাই হবে আপনার আত্মীয়, আপনার শুভাকাঙ্ক্ষী। এক্ষেত্রে দেখা যায় যেসব ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কম সেসব ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বোর্ড গুলো খুব একটা সক্রিয় থাকে না। সেক্ষেত্রে আপনি যদি কখনো কোন সমস্যায় পরেন তখন সময়মত আপনার কাংক্ষিত সহায়তা নাও পেতে পারেন। তাই এমন ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সমাগম বেশি। কিংবা এমন ইউনিভার্সিটি সিলেক্ট করুন যেখানে আপনার দেশের স্টুডেন্টরা পড়েছেন বা পড়ছেন

) এমন ইউনিভার্সিটি সিলেক্ট করুন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফান্ডিং/স্কলারশিপ দেয়ঃ আপনি যদি আন্ডারগ্রাজ্যুয়েট কিংবা মাস্টার্স প্রোগ্রামে যান, তবে সেক্ষেত্রে অনেকেই হয়তো ফুল ফান্ডিং পান না। আপনি হয়তো বলতে পারেন যে থাক আমার এতো ফান্ডিং এর দরকার নেই, আমি নিজের টাকাতেই পড়তে পারবো। কিন্তু যদি কখনো এমন হয় যে কোন এক কারনে আপনার গার্ডিয়ান আপনাকে টাকা দিতে পারছে না কিংবা আপনার সেখানে ভালো ভাবে জীবন যাপনের জন্য কিছু আর্থিক সহায়তা লাগছে; তখন যদি এমন হয় যে আপনার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোন ফান্ডিং/স্কলারশিপ দেয় না, তখন কিন্তু মাঠে মারা। তাই এমন ইউনিভার্সিটি চয়েজ করুন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফান্ডিং/স্কলারশিপ দেয়

) টেস্ট স্কোর এবং প্রোফাইলঃ উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে হলে অধিকাংশ দেশের ইউনিভার্সিটিগুলোতেই কিছু টেস্ট স্কোর প্রয়োজন হয়। যেমনঃ Undergrad এর জন্য SAT I & SAT II, MS/PhD এর জন্য GRE,GMAT কিংবা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ টেস্ট IELTS, TOEFL ইত্যাদি। আপনি যদি এসব টেস্ট দিয়ে থাকেন এবং আপনার স্কোর আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনি এই স্কোর অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক ইউনিভার্সিটি নির্ধারণ করে দেয়া যে তাদের ইউনিভার্সিটিতে আবেদন করতে হলে আপানর টেস্টে স্কোর এত থেকে এত এর ভেতর থাকতে হবে। এর সাথে আপনার প্রোফাইলে আরো যুক্ত হবে আপনার GPA/CGPA,আপনার এক্সট্রা যোগ্যতা যেমনঃ অলিম্পিয়াড,কন্টেস্ট, Ms/PhD স্টুডেন্ট দের জন্য আপনার চাকরির অভিজ্ঞতা, পাবলিকেশনস ইত্যাদি। এসব কিছু মুল্যায়ন করে উপযুক্ত ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত

১০) ইউনিভার্সিটির চাহিদা Vs আপনার ক্ষমতা এবং ইউনিভার্সিটির ্যাঙ্কঃ হয়তো আমাদের সবারই স্বপ্ন থাকবে MIT, Harvard, Stanford ইত্যাদি  দুনিয়ার শ্রেষ্ঠ নামকরা ইউনিভার্সিটি থেকে ডিগ্রী নেয়ার। অনেকে হয়তো এটাও মনে করেন যে, USA মানেই MIT, Harvard, Stanford. কিংবা হয়তো আপনি চিন্তা করবেন যে, আমি এতো ভালো স্টুডেন্ট, এই পর্যন্ত সব জায়গায় ফার্স্ট হয়ে এসেছি, আমার এতো ভালো টেস্ট স্কোর আছে কিংবা আমার টাকা পয়সা আছে; আমি তো MIT, Harvard, Stanford পড়ব! কিন্তু আমরা অনেকেই এটা চিন্তা করি না যে হয়তো আমি MIT, Harvard পড়ার সুযোগ পেয়ে গেলাম; কিন্তু আসলেই কি আমি সেখানে যেয়ে সারভাইভ করতে পারবো? সেখানের স্টুডেন্টদের সাথে লড়তে পারবো? কিংবা এই ইউনিভার্সিটি আমার থেকে যা চাচ্ছে আমার কি আসলেই তা দেয়ার ক্ষমতা আছে? হয়তো এই ইউনিভার্সিটি আমার থেকে ১৮-২০ ঘন্টা কাজ চায়। আমি কি পারবো তাদের এই চাহিদা মেটাতে? হয়তো এই ইউনিভার্সিটি চায় একজন সম্পূর্ণ ম্যাথেমেটিক্স-ওরিয়েন্টেড পারসন, আমি কি আসলেই সেই? এসব বিষয় গুলো চিন্তা না করে আমরা যদি শুধু ব্র্যান্ড ভ্যালু আর টপ ্যাঙ্ক এর কারনে এসব ইউনিভার্সিটিতে পড়তে যাই তাহলে হয়তো আমাকে একটা সময় ঝড়ে পড়তেও হতে পারে। তেমনি কেউ যদি এসব বিষয় চিন্তা করে তার ক্ষমতার সাথে ম্যাচ হয় এমন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করে তাহলে অবশ্যই সে অন্যদের তুলনায় সুখী থাকবে এবং অনেক ভালো করবে। এছাড়া স্কলারশিপের ক্ষেত্রেও ্যাঙ্ক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ; যেমন ধরুন আপনার প্রোফাইল বেশ ভালো এবং তা টপ ্যাঙ্কড ইউনিভার্সিটিতে আবেদন করার যোগ্যতা রাখে। এখন মনে রাখতে হবে টপ ্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে আপনার মতোই কিংবা আপনার চেয়েও অনেক ভালো প্রোফাইলের স্টুডেন্টরা চেষ্টা করছেন। তাই কম্পিটিশন বেশি। সেক্ষেত্রে  আপনি এখানে চান্স কিংবা স্কলারশিপ নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি তার চেয়ে একটু নিচের ্যাঙ্কের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনি মোটামুটি নিশ্চিতভাবেই চান্স কিংবা স্কলারশিপ পেয়ে যেতে পারবেন। তাই আমরা এসব বিষোয়গুলো খেয়াল রাখব

আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে অনেক বড় হবার আশায় হয়তো বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবো। তাই আগে থেকেই সতর্কতার সাথে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করবো যাতে করে পরবর্তীতে আমরা অনেক ভালো করতে পারি এবং সফল একজন মানুষ হতে পারি

All the best!

Written by Abdullah-Al-Imran
Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment