আগামী মাসেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির রাইট ইস্যু অনুমোদন হতে যাচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব কোম্পানির রাইট ইস্যুর আবেদন অনুমোদন করা হবে বলে সংস্থার সূত্র জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, কেয়া কসমেটিক্স লিমিটেড ও এফএএস ফ্যাইনান্স ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাজার বিশ্লে¬ষক আকতার হোসেন সান্নামাত বলেন, ১০টি কোম্পানির রাইট আবেদন এসইসিতে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। বাজারে বিভিন্ন ধরণের প্রণোদনা দেয়া হচ্ছে। রাইট অনুমোদনের মাধ্যমে ইক্যুইটি নেতিবাচক ধারায় থাকা বিনিয়োগকারীদের লোকসান কিছুটা হলে কমানো সম্ভব হবে। এসইসি বিষয়টি জরুরীভাবে বিশ্লে¬ষণ করে দেখতে পারে। আর এটা করা হলে এসব কোম্পানির লেনদেনেও স্বাভাবিক গতি আসবে।
আরেক বাজার বিশ্লে¬ষক একরামুল হক এ বিষয়ে বলেন, রাইট অনুমোদন এবং ঘোষণার মাঝে সময়ক্ষেপণ দূর করতে হবে। বর্তমান বাজারে বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতি কমাতে আটকে থাকা রাইটগুলোর অনুমোদন দেয়া যেতে পারে। এটা বাজারে একটা প্যাকেজ হিসেবে গণ্য হতে পারে।
সম্প্রতি রাইট শেয়ার ইস্যুর বিধিমালা, ২০০৬ এর সংশোধনী চূড়ান্তভাবে অনুমোদন গেজেট আকারে প্রকাশ করেছে এসইসি। এ অবস্থায় পাইপলাইনে আটকে থাকা ১০ কোম্পানির রাইট অনুমোদনে আর কোনো জটিলতা থাকছে না। চলতি মাসের মধ্যেই ওইসব কোম্পানির রাইট শেয়ার বাজারে ছাড়ার অনুমোদন এসইসি দেয়া শুরু করবে বলে এক কমিশন সদস্য জানিয়েছেন।
উল্লেখ্য, পিপলস লিজিং কোম্পানির বর্তমানে বাজারে ১৯ কোটি ৬ লাখ ২৭ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে। এসইসির কাছে এর বিপরীতে ১ : ২ অর্থাৎ দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। কোম্পানিটি শেয়ার প্রতি ১৫ টাকা প্রিমিয়াম দাবি করেছে।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন) কোম্পানির বর্তমানে ৯৯ লাখ ৪ হাজার ৭৬৫টি শেয়ার রয়েছে। কোম্পানিটি ১ : ১ অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি রাইট শেয়ারের ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমানে ১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৮১২টি শেয়ার রয়েছে। এসইসির কাছে এ কোম্পানি ১ : ১ অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি রাইট শেয়ারের ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমানে ৩৭ লাখ ৮২ হাজার ৪৩টি শেয়ার রয়েছে। এসইসির কাছে এর বিপরীতে ১ : ৩ অর্থাৎ ৩টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। ১০০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি রাইট শেয়ারের ১০০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে ।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমানে ২২ লাখ ৪৬ হাজার ৭১৫টি শেয়ার রয়েছে। এসইসির কাছে ১: ২ অর্থাৎ ২টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করা হয়েছে। ১০০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি রাইট শেয়ারের ৫০ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে ব্যাংক এশিয়ার ৪ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৩২৫টি শেয়ার রয়েছে। এসইসির কাছে ১: ৪ অর্থাৎ ৪টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। কোম্পানিটির অভিহিত মূল্য ১০০ টাকা। তবে এ কোম্পানি রাইট শেয়ারের বিপরীতে কোনো প্রিমিয়াম নেবে না ।
ট্রাস্ট ব্যাংকের বর্তমানে ২ কোটি ৬৬ লাখ ১১ হাজার ২৭৪টি শেয়ার রয়েছে। এসইসির কাছে ১: ৫ অর্থাৎ ৫টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। ১০০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি রাইট শেয়ারের ১০০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্সের বর্তমানে ৮ কোটি ২৩ লাখ ৫১ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। এসইসির কাছে ১ : ১ অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেয়ার আবেদন করেছে। কোম্পানিটির অভিহিত মূল্য ১০ টাকা। এ কোম্পানিও কোনো প্রিমিয়াম দাবি করেনি।
Source: বিজনেসটাইমস২৪.কম
Blogger Comment
Facebook Comment