৪ মার্চ থেকে আইপিও আবেদন জমা নেবে সায়হাম কটন মিলস
প্রাথমিক শেয়ার বরাদ্দের জন্য আগামী ৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করবে সায়হাম কটন মিলস লিমিটেড। আগ্রহী বিনিয়োগকারীরা ৮ মার্চ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে প্রবাসী বাংলাদেশী (এনআরবি) বিনিয়োগকারীদের জন্য ১৭ মার্চ পর্যনত্ম কোম্পানির প্রধান কার্যালয়ে আবেদনপত্র পৌঁছানোর সুযোগ থাকবে।পুঁজিবাজারে ৪ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে সায়হাম কটন মিলস মোট ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে বিক্রির জন্য কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্য অনুমোদন করা হয়েছে। কোম্পানির ২৫০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। ফলে আইপিও আবেদনের সঙ্গে বিনিয়োগকারীদের ৫ হাজার টাকা জমা দিতে হবে।
২০০২ সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে সায়হাম কটন মিলস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বাণিজ্যিক কর্মকা- শুরম্নর জন্য কোম্পানিটি সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করে। ২০০৫ সালের ১ এপ্রিল থেকে কোম্পানির উৎপাদন কার্যক্রম শুরম্ন হয়।
সর্বশেষ আর্থিক বিবরণী অনুযায়ী গত ডিসেম্বর পর্যনত্ম কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৭৩ পয়সা। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানির জন্য জমি ক্রয়, ভূমি উন্নয়ন, ভবন নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে ব্যয় করা হবে। শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানির ইসু্য ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে।
সূত্র- জনকন্ঠ, ২৪ ডিসেম্বর ২০১১
Blogger Comment
Facebook Comment