শেয়ারে
বিনিয়োগের ক্ষেত্রে মূল্য আয় অনুপাত (পিই) বিবেচনা করা হয়। সাধারণত পিই ১০
এর নীচে থাকা শেয়ারকে বিনিয়োগের জন্য ঝুঁকিমুক্ত ও নিরাপদ মনে করা হয়। আর
যদি ঐসব শেয়ার মৌলভিত্তিসম্পন্ন হয় তাহলে সেগুলোকে সেরা শেয়ার বলা যায়।
পুঁজিবাজারে বর্তমানে মৌলভিত্তিসম্পন্ন এ ধরণের শেয়ার সংখ্যা ১১টি যেগুলোর
পিই ১০ এর নীচে রয়েছে।
শেয়ারের মৌলভিত্তি (Fundamental) নির্ধারণ করার অন্যতম মাপকাঠি হলো পিই (Price Earning Ratio-PER)। এর সাথে কোম্পানীর ব্যবসার ধরণ, ডিভিডেন্ড প্রদানের ট্র্যাক রেকর্ড এবং আর্থিক হিসাব বিবেচনা করা হয়। অনেক সময় কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাবমূর্তিও বিবেচনা করা হয়। তবে সবার আগে পিই। যে সকল শেয়ারের পিই কম, ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড ভাল এবং আর্থিক হিসাব পরিচ্ছন্ন, সে সকল কোম্পানীগুলোকে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানী হিসাবে বিবেচনা করা হয়। সে বিবেচনায় কেবল ’এ’ ক্যাটাগরির শেয়ার মৌলভিত্তির তালিকায় অর্ন্তভূক্ত হয়।
যে শেয়ারের পিই কম, বিনিয়োগের জন্য নিঃসন্দেহে সে শেয়ায় উত্তম। আর যে শেয়ারের পিই বেশী, বিনিয়োগের জন্য সে শেয়ার ঝুঁকিপূর্ণ। সাধারণত: পিই ২০ এর নীচে থাকা কোম্পানীর শেয়ারকে বিনিয়োগ উপযোগী শেয়ার হিসাবে বিবেচনা করা হয়। পিই ১৫ এর নীচের কোম্পানীর শেয়ারকে বিনিয়োগের জন্য নিরাপদ মনে করা হয়। আর পিই ১০ এর নীচে থাকা কোম্পানীর শেয়ারকে বিনিয়োগের জন্য ঝুঁকিহীন ও নিরাপদ মনে করা হয়।
মিউচ্যুয়াল ফান্ড বাদে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানীর সংখ্যা বর্তমানে ২৩২টি। এর মধ্যে পিই ১০ এর নীচে থাকা কোম্পানীর সংখ্যা ১১টি। কোম্পানীগুলো পিইসহ হল: বেক্সিমকো ৪.৯২, ঢাকা ব্যাংক ৭.৯১, মার্কেন্টাইল ব্যাংক ৮.২৯, ব্যাংক এশিয়া ৮.৫৫, যমুনা ব্যাংক ৮.৫৭, ইসলামী ব্যাংক ৮.৭৯, তিতাস গ্যাস ৮.৮৯, ব্র্যাক ব্যাংক ৮.৯৭, ন্যাশনাল ব্যাংক ৯.৫৮ এবং ওয়ান ব্যাংক ৯.৬৪।
পিই ১৫ এর নীচে থাকা কোম্পানীর সংখ্যা ১৮টি। কোম্পানীগুলো পিইসহ হল: ট্রাস্ট ব্যাংক ১০.১৫, প্রাইম ব্যাংক ১০.৩৬, আল-আরাফাহ ব্যাংক ১০.৯৯, উত্তরা ফাইন্যান্স ১১.৭৫, শাহজালাল ব্যাংক ১১.৮৩, এপেক্স ট্যানারী ১১.৯০, লংকা বাংলা ফাইন্যান্স ১৩.২১, এপেক্স এডিএলসি ১৩.২৭, গ্রামীণ ফোন ১৩.৩৬, এবি ব্যাংক ১৩.৭০, গোল্ডেন সন ১৩.৭৬, লিন্ডে বাংলাদেশ ১৩.৭৬, ম্যারিকো ১৪.২৭, স্ট্যান্ডার্ড ব্যাংক ১৪.৩৪, উত্তরা ব্যাংক ১৪.৬৬, পূবালী ব্যাংক ১৪.৮২, রূপালী ইন্স্যুরেন্স ১৪.৮৪ এবং বাটা সু ১৪.৯২।
পিই ২০ এর নীচে থাকা কোম্পানীর সংখ্যা ৩৫টি। কোম্পানিগুলো পিইসহ হল: জিকিউ বলপেন ১৫.০৭, আইসিবি ১৫.০৭, ইউসিবিএল ১৫.১০, মডার্ণ ডাইং ১৫.২৬, পাওয়ার গ্রীড ১৫,৪৪, স্কয়ার ফার্মা ১৫.৫২, বিএটিবিসি ১৫.৭০, ডাচবাংলা ব্যাংক ১৫.৭৫, এনসিসি ব্যাংক ১৫.৮৩, মেঘনা পেট্রোলিয়াম ১৫.৮৭, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১৫.৮৮, সামিট পাওয়ার ১৬.১৩, ফনিক্স ফাইন্যান্স ১৬.১৬, আইএসআইসি ব্যাংক ১৬,৩০, বিচ হ্যাচারী ১৬.৪৯, নাভানা সিএনজি ১৬.৫৯, ঢাকা ইন্স্যুরেন্স ১৬.৬০, সিনোবাংলা ১৬.৬৯, প্রাইম ফাইন্যান্স ১৭.০৮, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ১৭.৬১, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ১৭.৬২, সায়হাম টেক্সটাইল ১৭.৭১, বেক্সিমকো ফার্মা ১৮.২৮, মবিল যমুনা ১৮.৩২, এমটিবিএল ১৮.৩৫, হাইডেলবার্গ সিমেন্ট ১৮.৩৮, ঢাকা ডাইং ১৮.৪৮, এমআইসিমেন্ট ১৮.৫৪, প্রিমিয়ার লিজিং ১৮.৫৮, কেয়া কসমেটিক্স ১৮.৭৬, বার্জার পেইন্ট ১৯.০৪, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ১৯.৪৬, স্টাইলক্র্যাপ্ট ১৯.৮৯, ফনিক্স ইন্স্যুরেন্স১৯.৯৭ এবং পিএলএফ ১৯.৯৯
Source: sharenews
শেয়ারের মৌলভিত্তি (Fundamental) নির্ধারণ করার অন্যতম মাপকাঠি হলো পিই (Price Earning Ratio-PER)। এর সাথে কোম্পানীর ব্যবসার ধরণ, ডিভিডেন্ড প্রদানের ট্র্যাক রেকর্ড এবং আর্থিক হিসাব বিবেচনা করা হয়। অনেক সময় কোম্পানীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাবমূর্তিও বিবেচনা করা হয়। তবে সবার আগে পিই। যে সকল শেয়ারের পিই কম, ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড ভাল এবং আর্থিক হিসাব পরিচ্ছন্ন, সে সকল কোম্পানীগুলোকে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানী হিসাবে বিবেচনা করা হয়। সে বিবেচনায় কেবল ’এ’ ক্যাটাগরির শেয়ার মৌলভিত্তির তালিকায় অর্ন্তভূক্ত হয়।
যে শেয়ারের পিই কম, বিনিয়োগের জন্য নিঃসন্দেহে সে শেয়ায় উত্তম। আর যে শেয়ারের পিই বেশী, বিনিয়োগের জন্য সে শেয়ার ঝুঁকিপূর্ণ। সাধারণত: পিই ২০ এর নীচে থাকা কোম্পানীর শেয়ারকে বিনিয়োগ উপযোগী শেয়ার হিসাবে বিবেচনা করা হয়। পিই ১৫ এর নীচের কোম্পানীর শেয়ারকে বিনিয়োগের জন্য নিরাপদ মনে করা হয়। আর পিই ১০ এর নীচে থাকা কোম্পানীর শেয়ারকে বিনিয়োগের জন্য ঝুঁকিহীন ও নিরাপদ মনে করা হয়।
মিউচ্যুয়াল ফান্ড বাদে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানীর সংখ্যা বর্তমানে ২৩২টি। এর মধ্যে পিই ১০ এর নীচে থাকা কোম্পানীর সংখ্যা ১১টি। কোম্পানীগুলো পিইসহ হল: বেক্সিমকো ৪.৯২, ঢাকা ব্যাংক ৭.৯১, মার্কেন্টাইল ব্যাংক ৮.২৯, ব্যাংক এশিয়া ৮.৫৫, যমুনা ব্যাংক ৮.৫৭, ইসলামী ব্যাংক ৮.৭৯, তিতাস গ্যাস ৮.৮৯, ব্র্যাক ব্যাংক ৮.৯৭, ন্যাশনাল ব্যাংক ৯.৫৮ এবং ওয়ান ব্যাংক ৯.৬৪।
পিই ১৫ এর নীচে থাকা কোম্পানীর সংখ্যা ১৮টি। কোম্পানীগুলো পিইসহ হল: ট্রাস্ট ব্যাংক ১০.১৫, প্রাইম ব্যাংক ১০.৩৬, আল-আরাফাহ ব্যাংক ১০.৯৯, উত্তরা ফাইন্যান্স ১১.৭৫, শাহজালাল ব্যাংক ১১.৮৩, এপেক্স ট্যানারী ১১.৯০, লংকা বাংলা ফাইন্যান্স ১৩.২১, এপেক্স এডিএলসি ১৩.২৭, গ্রামীণ ফোন ১৩.৩৬, এবি ব্যাংক ১৩.৭০, গোল্ডেন সন ১৩.৭৬, লিন্ডে বাংলাদেশ ১৩.৭৬, ম্যারিকো ১৪.২৭, স্ট্যান্ডার্ড ব্যাংক ১৪.৩৪, উত্তরা ব্যাংক ১৪.৬৬, পূবালী ব্যাংক ১৪.৮২, রূপালী ইন্স্যুরেন্স ১৪.৮৪ এবং বাটা সু ১৪.৯২।
পিই ২০ এর নীচে থাকা কোম্পানীর সংখ্যা ৩৫টি। কোম্পানিগুলো পিইসহ হল: জিকিউ বলপেন ১৫.০৭, আইসিবি ১৫.০৭, ইউসিবিএল ১৫.১০, মডার্ণ ডাইং ১৫.২৬, পাওয়ার গ্রীড ১৫,৪৪, স্কয়ার ফার্মা ১৫.৫২, বিএটিবিসি ১৫.৭০, ডাচবাংলা ব্যাংক ১৫.৭৫, এনসিসি ব্যাংক ১৫.৮৩, মেঘনা পেট্রোলিয়াম ১৫.৮৭, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১৫.৮৮, সামিট পাওয়ার ১৬.১৩, ফনিক্স ফাইন্যান্স ১৬.১৬, আইএসআইসি ব্যাংক ১৬,৩০, বিচ হ্যাচারী ১৬.৪৯, নাভানা সিএনজি ১৬.৫৯, ঢাকা ইন্স্যুরেন্স ১৬.৬০, সিনোবাংলা ১৬.৬৯, প্রাইম ফাইন্যান্স ১৭.০৮, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ১৭.৬১, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ১৭.৬২, সায়হাম টেক্সটাইল ১৭.৭১, বেক্সিমকো ফার্মা ১৮.২৮, মবিল যমুনা ১৮.৩২, এমটিবিএল ১৮.৩৫, হাইডেলবার্গ সিমেন্ট ১৮.৩৮, ঢাকা ডাইং ১৮.৪৮, এমআইসিমেন্ট ১৮.৫৪, প্রিমিয়ার লিজিং ১৮.৫৮, কেয়া কসমেটিক্স ১৮.৭৬, বার্জার পেইন্ট ১৯.০৪, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ১৯.৪৬, স্টাইলক্র্যাপ্ট ১৯.৮৯, ফনিক্স ইন্স্যুরেন্স১৯.৯৭ এবং পিএলএফ ১৯.৯৯
Source: sharenews
Blogger Comment
Facebook Comment