‘মুনাফা তোলার হিড়িক কমিয়েছে সূচক’

দুই দিন ঊর্ধ্বমুখী থাকার পর পুঁজিবাজারে সূচক পতনের জন্য লাভে থাকা বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাকে দায়ী করছে বাজার সংশ্লিষ্টরা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫৯৪ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৫ কোটি টাকা কম।


সূচক ও লেনদেন কমলেও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ছিল দাম বৃদ্ধির তালিকায়।


লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১১০টির এবং বদলায়নি ১০টির দাম।


সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। প্রথম ২০ মিনিটেই সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। এরপর ধীরে ধীরে সূচক কমতেদ থাকে।


পুঁজিবাজারে এই দিনের গতিপ্রকৃতি বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান মাইন্ড ¯িপ্রং বলেছে, “বিনিয়োগাকারীদের মুনাফা গ্রহণ এবং বড় খাতের শেয়ারের দাম কমার কারণে সূচক কমেছে।”


ডিএসই সভাপতি শাকিল রিজভীও প্রায় একই ধরনের মত প্রকাশ করেন। তিনি একইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজার অনেক স্থিতিশীল মনে হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরছে।


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সম্মিলিতভাবে ব্যাংক খাতের শেয়ারের বাজার মূলধন সবচেয়ে বেশি।


সোমবার বিভিন্ন পত্রিকায় ২০১১ সালের ব্যাংকগুলোর উচ্চ পরিচালক মুনাফার খবর প্রকাশিত হলেও এদিন ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে।


তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৬টিই ছিলো দর হারানোর তালিকায়। আবার আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কমে সোমবার ব্যাংক খাতের শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৪২ কোটি ৭০ লাখ টাকার।


এদিন লেনদেন ও দর বেড়েছে ইন্স্যুরেন্স খাতের শেয়ারের। আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেড়ে এদিন ইন্স্যুরেন্স খাতের শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকার।


তালিকাভুক্ত ৪৪টি ইন্স্যুরেন্সের মধ্যে সোমবার ৩৪টির দামই বেড়েছে। টেলিকম খাতের একমাত্র শেয়ার গ্রামীণফোন দর হারালেও লেনদেনের শীর্ষে চলে এসেছে।


এদিকে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ ও রসায়ন, জ্বালানি ও বিদ্যুৎ, বস্ত্র এবং প্রকৌশল খাতের।


এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে বাজার থেকে পরিচালকদের শেয়ার কেনা অব্যাহত রয়েছে।


সোমবার চার প্রতিষ্ঠানের চার পরিচালক পুঁজিবাজার থেকে মোট ৯ লাখ ৩৮ হাজার ৫০০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এদিন ব্লক মার্কেটে লেনদেন হয়ে একটি কোম্পানির শেয়ার।


ব্লক মার্কেটে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ৬০ হাজার শেয়ার ৬২০ টাকা দরে হাতবদল হয়েছে, এক্ষেত্রে লেনদেন হয়েছে তিনটি।


সোমবার লেনদেনের শীর্ষে ছিল- গ্রামীণফোন, কেয়া কসমেটিকস,্ সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, ম্যাকসন স্পিনিং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়াম।


দর বৃদ্ধির শীর্ষে ছিল- কেঅ্যান্ডকিউ, সাইনোবাংলা, কোহিনূর কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং, ঢাকা ইন্স্যুরেন্স, আরডি ফুড, ১ম বিএসআরএস, অ্যাপেক্স ট্যানারি, আইসিবি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।


অন্যদিকে দাম কমার শীর্ষে ছিল- ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ৩য় আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং, সাভার রিফ্রেক্টরিজ, সমতা লেদার, রহিম টেক্সটাইল, বিডি ল্যাম্পস, এমটিবিএল, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও মেঘনা কনডেন্সড মিল্ক। 


Source:bdnews24.com 
Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment