পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে পিপি ওভেন ব্যাগ প্রস্তুত কোম্পানি
ইয়াকিন পলিমার লিমিটেড (ইপিএল)। কোন প্রকার প্রিমিয়াম না নিয়েই
কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে।
গতকাল মতিঝিলের হোটেল পূর্বাণীতে আইপিও সংক্রান্ত কার্যাবলি সম্পাদনের জন্য
বিএমএসএলের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ইয়াকিন
পলিমার কোম্পানির চেয়ারম্যান কাজী আনোয়ারুল হক, ব্যবস্থাপনা পরিচালক এসএম
আক্তার কবির, সচিব একেএম কামরুল হাসান, বিএমএসএলের ভাইস চেয়ারম্যান এএফএম
আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ভূঁইয়া, ইনচার্জ
ডিরেক্টর ইঞ্জিনিয়ার হাবিব আহসান এবং পরিচালক আবদুুল আওয়াল। জানা গেছে,
আইপিওর মাধ্যমে এ কোম্পানি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি
টাকা উত্তোলন করবে। এর ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করবে বাংলাদেশ
মিউচুয়াল সিকিউরিটিজ লিমিটেড (বিএমএসএল)। অনুষ্ঠানে ইয়াকিন পলিমারের
চেয়ারম্যান কাজী আনোয়ারুল হক বলেন, বাংলাদেশে ব্যাগিং সেক্টরের মধ্যে
ইপিএল বাজারে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। পিপি ওভেন ব্যাগ তৈরির পাশাপাশি
ভবিষ্যতে জাম্বো ব্যাগ তৈরি করাও আমাদের লক্ষ্য। এজন্য যে পরিমাণ অর্থের
প্রয়োজন মূলত তার যোগানের জন্যই আইপিওতে আসা। অন্যদিকে এ প্রসঙ্গে
বিএমএসএলের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরোয়ার ভূঁইয়া জানান, শিগগিরই
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে এ সংক্রান্ত যাবতীয়
কাগজপত্র জমা দেয়া হবে। যেহেতু প্রিমিয়াম নেই তাই আশা করা যাচ্ছে এসইসি
খুব শিগগিরই এর আইপিও ছাড়ার অনুমোদন দেবে। জানা গেছে, ২০০৩ সালে ইয়াকিন
পলিমার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন
৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন (প্রি-আইপিও) ১০ কোটি টাকা। আইপিওর পর
পরিশোধিত মূলধন দাঁড়াবে ২০ কোটি টাকা।
সূত্র: মানবজমিন, ৩১ ডিসেম্বর ২০১১
সূত্র: মানবজমিন, ৩১ ডিসেম্বর ২০১১
Blogger Comment
Facebook Comment